স্মৃতি
স্মৃতি
মাজহারুল ইসলাম
মগজে গিজগিজ করা উপেক্ষিত
অনেক স্মৃতি হারিয়ে গেছে
বেদনার নীল রংয়ে বিলীন হওয়া মেঘের মতো
কত বৃক্ষ নিধন হয়েছে মহাযজ্ঞে।
সবুজের বুকে জেগে থাকা সারি সারি ধূসর মোথা
নির্মোহ দৃষ্টিতে ঠাঁই দাঁড়িয়ে, বুকে চেপে কালের দহন!
কত নদী শুষ্ক কাঠের ন্যায়
পুড়ে গেছে খাঁ খাঁ রোদের তাপে
কত পাখি হারিয়েছে স্বজন,
বেঁচে থাকার নিঃস্ব অধিকারটুকু অবশেষে !
জীবন থেকে হারিয়েছে কত ফুল!
ঝরে পড়ার অধিকার বঞ্চিত কুঁড়িগুলো
হাতে হাতে চলে গেছে –
অসময় বেড়ে উঠার অপরাধে।
শুধু গোটাকয়েক অম্লমধুর স্মৃতি রয়ে গেছে
আজও উঁকি মারে কারণে অকারণে ।