স্বাধীনতা
স্বাধীনতা
সানজিদা বিনা
দীর্ঘ নয় মাস, রক্তক্ষয়ী যুদ্ধের পরে,,
আমাদের এই স্বাধীনতা।
আকাশে বাতাসে শত শত
লাশের মিছিলের ঘ্রাণ।
কিচিরমিচির চ্যাচামিচিতে
লাশের মিছিলে
যোগ দিয়েছিলো শকুনের দল।
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলো
আমার মা,বাবা,ভাই বোন কিংবা
আত্মাীয় স্বজনের লাশ।
বাংলার মানুষের উপর চলে
পাকিস্তানের নির্মম বর্বরতা ও হত্যা কান্ড।
কত মা হারিয়েছে তার ছেলে কিংবা মেয়ে
এমনকি তার স্বামীকে।
মায়ের কোল থেকে রেহাই পায়নি
ছোট্ট ছোট্ট শিশুরাও,
আমাদের স্বাধীনতার জন্য
অগোতরে প্রাণ দিয়েছে।
ত্রিশ লক্ষ্য প্রাণের বিনিময়ে
পেয়েছিলাম আমাদের এই অর্জিত স্বাধীনতা।
আমাদের এই মহান বিজয় উল্লাস
আমাদের অহংকার, আমাদের গর্ব।