ডিসেম্বর ২৩, ২০২৪

স্বাধীনতা

মোঃমনির সরদার

সুখ যখন দেখি আমি
ক্ষুধার্ত এই মুখে
এ কেমন স্বাধীনতা
পেলাম যেখানে “কোটি
মানুষের নেই থাকার ঠিকানা।

এ দেশ আমার ভুল পথে বিক্রিত
ভাঙ্গা হাতে মানুষ হয় লাঞ্ছিত
কৃষক ভাইদের স্বপ্ন বিষন্ন বিবর্ণ
কালো কাঁচে ঢাকা এই শহর মতো।

বেদনাময় আর বিশ্বাসহীনতায়
ভুগতেছি আমরা
এ কেমন জাতি বলো
চোর আর দুর্নীতিতে ভরা।

এ কেমন রাজনীতি বলো
যারা দেয় শান্তির প্রতিশ্রুতি
আমি বাস্তবতা দেখিই
হৃদয়ে কবিতা লিখি।

স্কুল – কলেজ – বিশ্ববিদ্যালয়
শিল্প-কালচার-নাটক ও সংগীতে
গরীব বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনও কাঁদে ক্ষুধার কোসা ঘরে।

প্রতিদিন যখন দেখি আমি
এক দুঃসময় বাজার ও পথ জুড়ে
নিত্য মৃত – জীর্ণ মানুষের
এই দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে।

রাজপথ ভেঙে ছুটে চলে
কালো মার্সিডিজ গাড়িতে
ভিন্ন ছিন্ন এই গণতন্ত্র যায় হারিয়ে
আর নেতারা মাঝে বসে
চোখ মারে আর হাসে।

এ কেমন জীবন মানুষের বলো
ফুটপাতে আজও আছে ঘুমিয়ে
জীবন যাপনে অভ্যস্ত
প্রাণ নেই তবুও” করি আমরা দিন যাপন।

নেতারা রুটির গন্ধ ভুলে
অভিভুত করে ব্রেকফাস্ট
নাটকে প্রেম- নাটকে ঠান্ডা
মাথার সন্ত্রাস।

কোথাও কাঁদছে মানুষ
কোথাও আবার সাঁঝের হাসি
ক্লান্ত মন ভাবে গণতন্ত্র
খাতা কলমে আবদ্ধ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *