এপ্রিল ১৯, ২০২৫

স্বপ্নের নগরী

মোহাম্মদ সহিদুল আলম

পৃথিবীতে স্বপ্নের প্রিয় মানুষটি মা,
সকল সন্তানের কাছেই প্রিয় ও অতুলনীয়!
পৃথিবীতে প্রতিটি মানুষের প্রিয়, জন্মভূমি!
আমরা সবাই ভালোবাসি। কর্মজীবন যেখানেই হোক,
একটা সময় পরে বড়ো অসহায়!
মন ফিরে যেতে চায় মাতৃভূমিতে।

প্যারিসকে বলা হয় স্বপ্নের নগরী,
এখানে এলে মানুষের ইচ্ছে করে না ফিরে যেতে!
বিশ্বের বিভিন্ন দেশের মানুষের এই দেশে বসবাস।
ভালোলাগার সব কিছুই এখানে বিরাজমান।

আমিও একদিন পাড়ি জমিয়েছিলাম না ফেরার আশায় স্বপ্নের এই নগরীতে!
জানিনা কতদিন বরাদ্দ রয়েছে! আমার মা জননী,
প্রথমবার ১৯৯১খ্রিঃ এসে ফিরে যেতে চাননি!
দ্বিতীয়বার ১৯৯৫খ্রিঃ এসে,
১৯শে নভেম্বর ১৯৯৫খ্রিঃ ফ্রান্সে থেকে না ফেরার দেশে চলে গেলেন!

আমার প্রতিটিদিনই মনে হয় এই দিনটি!
অগণিত স্মৃতি আর মায়ের দোয়ায় স্বপ্নের নগরীতে
আমার ১৯৯০খ্রিঃ থেকে বসবাস। সব দেশেই সুন্দর স্বপ্নময়!
যে যেখানে থাকে মায়ায় জড়িয়ে যায়!
তবুও মনে স্বপ্ন থেকে যায়,
জীবনের শেষ দিনগুলি যেন কাটে মাতৃভূমিতে!

এপ্রিল ১৯, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *