স্তূপীকৃত লাশ
স্তূপীকৃত লাশ
একরামুল হক দীপু
যতবার লিখতে যাই চলে না কলম
ভেসে উঠে বীভৎস দৃশ্য এখানে ওখানে ছোপছাপ রক্ত
ভ্যান গাড়ির উপর স্তূপীকৃত লাশ।
ডুমুরের ঢালে ধ্যানরত মাছরাঙার বৈরাগ্য
আমার সমস্ত শিরা উপশিরায় ,
আহার নিদ্রা উদাস দুপুরের স্তব্ধতায় উবে যায়।
যতবার লিখতে যাই কাটাকুটি করি
বর্ণমালার বিদ্রোহে শরমে মর্ম ব্যাথায় কাতর আমি
সন্তান হারা ডাহুকের মতো থেমে থেমে চিৎকার করি
এতো লাশ আমরা রাখবো কোথায়?
বিপ্লবের পতাকায লাল রক্তে ভেজা
বারান্দার কার্নিশে গুলিবিদ্ধ শিশুর লাশ
আমার বিছানায় পড়ার টেবিল যেদিকে তাকাই
অসংখ্য রক্তের দাগ তাজা রক্তের উষ্ণ অনুভুতি
আমি লিখতে পারিনা, লিখতে পারিনা।