সুন্দরতম জাগো
সুন্দরতম জাগো
[ হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি ]
পারভেজ শিশির
যে গান আমি বেঁধেছি তোমার সুরের মায়ায়
চোখ রেখে রূপকথা চন্দ্রময়ী চোখের তারায়,
তোমার প্রেমে অমর, আমি নিখিলে আত্মহারা,
“সুরের আকাশে তুমি যে গো শুকতারা”
দিয়েছো আশ্রয় অক্ষম এই ভিখারিরে তুমি
মাতৃ স্নেহ অক্লান্ত, জীবন ভ’রে অনন্ত জন্মভূমি,
কয়েছি কথা তোমারই মধুর বোলে
জীবনে মরণে তোমার বুকেতে রবো,
“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে
তব মাগো বলো কবে শীতল হবো”
কত ব্যথিত জীবন, থাকে চোখের আড়ালে
বন্ধু কি মেলে তবু করুণ দুহাত বাড়ালে?
জীবন কোথাও, ফুলে ফসলে ভরা, কোথাও মরুময়
তবুও জীবন বাঁচে, অভিমানী মমতায়
“কোনো এক গায়ের বঁধুর কথা তোমায় শোনাই
শোনো রূপকথা নয় সে নয়…”
আঁধার হতে আলোর পথে, ফিরে আসে ধরণী
মঙ্গল প্রেম সুধাজলে, শত প্রাণে কাটে অশনি,
তুমি কি তবে দেখনি, আনন্দিত জীবন প্রতিচ্ছবি?
“খিড়কী থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী”
দিবসরাত্রি কত জীবনে, কত ব্যথা সঞ্চিত
তুমি কি জেনেছ, কত মায়ায় এ পরাণ বঞ্চিত,
কি যন্ত্রণা বাহিত হয়, চৈত্র থেকে বৈশাখে
“পৃথিবীর গান আকাশ কি মনে রাখে…!”
করুণ চোখে চেয়ে থাকি, তোমার মমতা আশা ক’রে
আমি ভিখারী শূন্য হাত, আমার অঞ্জলি দাও ভ’রে,
যদি দেবে তবে দাও, আঁধার ভূবন আলোয় ভরায়ে
“চরণ ধরিতে দিও গো আমারে নিওনা সরায়ে”
কিভাবে আনন্দ সুখের নাগাল পাওয়া যায়…!
কিভাবে উজ্জ্বল দিনে, সন্ধ্যা পেরিয়ে আঁধার ঘনায়,
আমি জানিনে, জীবনে সুখে বেঁচে থাকে কারা…!
তবুও, “আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা”
তুই কি জানিস, কেন সে আমার কাছে আসেনা…!
মরু সাহারার তিয়াস, কেন অতলান্তিকে মেটে না?
খুঁজে না পাই কেন তারে
নীল অম্বরে নিথুয়া গহিন পাথারে,
“ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে”
এক পৃথিবী প্রিয় বন্ধু, তোমায় ভালোবেসে
যেচেছিলে যা তারও অধিক দিয়েছি নিঃশেষে,
তুমি চলে গেল, আমার ঘর আঁধারে রইলো ছেয়ে,
“যাবার আগে কিছু বলে গেলেনা, নীরবে শুধু রইলে চেয়ে…”
ব্যথা নিয়ে এই অনন্ত পথ, পার হতে হবে জানি
তোমার প্রেমের দান, আমার পাথেয় বলে মানি,
তোমার চোখের তারা, এখনো অদৃশ্য মায়া আঁকে,
“মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে…”
প্রেমময় তুমি, আমার ছায়া হয়ে থেকো সাথে
সন্ধ্যা বিকেল দুপুর নিশিথ, রাঙা অরুণ প্রভাতে,
বোশেখ থেকে চৈত্র, তোমারে শুধু ভেবেছি
“আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি…”