সম্রাজ্ঞী, তোমার প্রেমে পড়েছিল
সম্রাজ্ঞী, তোমার প্রেমে পড়েছিল
রকিবুল হাসান
পুরনো নগর ভরা এখনো আলোতে
অভিনব,
তোমাকে রেখেছে মনে সুন্দর নগর!
জানি এ নগর তুমি দেখোনি কখনো!
কী অসীম শক্তি রাখো এখনো সম্রাজ্ঞী
শ্যামবর্ণের রমণী, অথচ কী ভীষণ আশ্চর্য!
সেই কবেই বিলুপ্ত হয়ে গেছে সম্রাট-সাম্রাজ্য!
তোমাকে বাঁচাতে আর পারেনি শাণিত
তলোয়ার পৃথিবীর চোখ ঝলসানো প্রাসাদ-সম্পদ
তবুও এখনো তুমি ভীষণ রূপশ্রী!
কারণ, তোমার প্রেমে পড়েছিল মাটিবুক
খাঁটি এক কবি!