সবখানে শকুন
সবখানে শকুন
দোলন চাঁপা
দফতর বসবেন না জেনে
সহজ সরল সবুজ টিয়াপাখিটা।
একদিন খুঁজে পেলো মুক্ত আকাশ
আহা কতোদিন মুক্তির সন্ধানে ছিলো সে।
আজ পায়ের শিকল খোলা পেয়ে
হাসছে কৃত্রিম হাসি!
শিকল পায়ে
খাঁচার ভিতর
খুব ছোট্ট ছিল তার আকাশ।।
সময় সেখানে বুড়ো আঙুল দেখিয়েছে কতোবার
কে রাখে এই বেপরোয়া হিসেব!!
ডানার ভ্যানগুলো বাড়তি হাওয়া এসে
শুষে চালান করতে চায়
পদ্মা মেঘনা কিংবা যমুনায়।
পরিযায়ী পাখি গুলো এসে লোফালুফি করে
চুমু খেতে চায় সরল পাখিটার ঠোঁটে।
ও বুঝতে পারেনা পৃথিবীর হালচাল।
বুঝতে পরেনা কোন দিকে তার সুখের নিশান!
চারদিকে জল কুয়াশার ঢেকেছে কৌতুহলী নিবাস।
শকুনের মতো গন্ধ শুঁকে কামনার হিংস্র মন।
নিয়ে যেতে চায় মাংসাশীর হাটে।
তবে কী কোথাও স্বস্তি নেই!!