সন্ত্রাস কবে দূর হবে
সন্ত্রাস কবে দূর হবে
মোহাম্মদ মনজুর আলম অনিক
সন্ত্রাসীরা পথে পথে
তৈরি করে সন্ত্রাস
কেমন করে দেশের মাঝে
করবো তবে বসবাস?
অকারণে রাস্তা ঘিরে
হয়রানি করে
দলের বহর দেখিয়ে তারা
দল বেধে মারে।
দেশটা তবে কোথায় গেল
কোথায় গিয়ে দাঁড়াবে?
কবে আমার স্বজাতি ভাই
আপনাকে শুধরাবে?
সন্ত্রাসীরা কালে কালে
আসছে করে সন্ত্রাস
দলগুলোও যুগে যুগে
যুগিয়ে যাচ্ছে নির্যাস।
আগেও যেমন সন্ত্রাসীরা
পরিপূর্ণ ছিল,
আজও তেমন সমান তালে
তারাই রয়ে গেল।
কবে দূর হবে ভাই
সন্ত্রাসী দল?
সন্ত্রাসীদের হাড়ের গুড়ো
কবে হবে জল?
কবে মোর প্রাণ বাংলা
স্বর্গ সমান হবে?
বাংলা জুড়ে শান্তি বায়ু
বয়ে বয়ে যাবে?
থাকবে নাকো লুটতারাজি
যেকোনো সন্ত্রাস,
তবেই মোদের হাড় জড়োবে
করবো সুখে বসবাস।