ডিসেম্বর ২৩, ২০২৪

সখী, অধিকার কারে কয়?

0

সখী, অধিকার কারে কয়?

চন্দ্রাবলী মুখোপাধ্যায়

‘চাওয়া-পাওয়া’র মাঝখানে ছোট্ট হাইফেনটা ধ’রে আঁকড়ে থাকে অধিকার বোধ। ভালোবাসার প্রতি আনুগত্য প্রকাশে অধিকার সমানুপাতিক । তাও কী যেন এক অস্পষ্টতাকে স্পষ্ট করার প্রবনতা ভেতর-ঘরে চলতেই থাকে । কখনো খটখটে শব্দের আক্রমণ, কখন-ও আবার সংকুচিত চোখের দৃষ্টি। অবান্তর, অহেতুক। এতো কিছু ব’য়ে যায় তবু ঘাড় নীচু করে সহ্য ক’রে চলে একরত্তি ‘হাইফেন’ । অনন্তকাল দোল খায় ঠিক দুটো শব্দের মাঝখানটিতে ।

আস্থা থাকলে আশঙ্কা অমূলক। সেখানে

অধিকার আগলিয়ে রাখা, সে আবার কেমন? নিবেদনের মধ্যে যে সার্থকতা তা যে ত্যাগ ও লাভের পরিপূরক । আর লোভাতুর চাওয়ার পরিনামে পাওয়ার ঘরে শুন্যের বোঝা । সেখানে অধিকারের খাঁজে ভাঁজে রক্ত । তখন বিধ্বস্ত সম্পর্ক থেকে উঠে আসে দগদগে ক্ষতের গোলানো গন্ধ । হায় রে অধিকার বোধ ! এখন তার ‘অধিক আর’ কি বাকি রইলো?

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *