শীতকালের টুকরো চিত্র
শীতকালের টুকরো চিত্র
মোহাম্মদ মনজুর আলম অনিক
পাকলো ক্ষেতের ধান কার্তিক মাসে
চাষী ভাই বেজায় খুশি আমন ধান চেষে।
ইতোমধ্যে কেউ কেউ কাটছে কো ধান
মাঠের মাঝে গলা ছেড়ে গাইছে তারা গান।
আসলে ধান কাটা দারুণ সুখের
ভাপা পিঠা তৈরি হয় ধান আমনের।
সোনা সোনা আমান ধান চকচক করে,
তাই দেখে চাষীদের চিত্ত হিয়া ভরে।
পরবে পিঠার ধুম কটাদিন পরে
হরষের জাগবে সারা চাষী ঘরে ঘরে।
আখা ধারে দেখা যাবে শিশুদের ভীড়
তৈরী হবে ভাপা পিঠা খেজুরের খির।
পাড়া গাঁয়ে শীতকালে দেখা এমন
শিল্পী আঁকে সেই ছবি মনের মতন।
বীরল এমন ছবি গাঁয়ে পাওয়া যায়
খুজলে কোথায় পাবে? পাওয়া বড় দায়।