শিরোনাম হতে চাইনা
শিরোনাম হতে চাইনা
আহমেদ জোহা
তোমার কবিতার শিরোনাম হতে চাইনা,
চাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া পদের অন্তমিল।
দূর আহ্বানী তারকা সেজে থাকতে নয়,
জোনাকি সেজে ভরাতে চাই অতৃপ্ত দিল।
ময়ূরের পেখম ফোলানো রূপ লাবণ্যে নয়,
চড়ুই বেশে ঘুরঘুর করতে চাই তোমার চারপাশে।
মাত্রাতিরিক্ত স্বপ্নে গা ভাসিয়ে আর নয়,
তোমার স্বতন্ত্রতায় যেন থাকতে পারি মিশে।
আমি সেই ভালোবাসার বীজ রোপিতে চাই,
কভু হতে চাইনা ধ্বংসে বিরক্তির কারণ।
আমি স্পষ্টতায় হবো তোমার রবি-সূর্য,
বিচ্ছেদের আলেখ্যে কথা বলা বারণ।
আমি তোমার মনের অন্দরে পদাতিক বেশে ঘুরবো,
হবো না ঘোড়সওয়ার, সাঁজোয়া যানের সৈনিক।
ঘুমজরা কন্ঠে আমি তোমাকেই খুঁজবো প্রতিবার,
তোমার পদ্যে ভরা গদ্যে গদ্যে প্রতি রচনায় দৈনিক।