শহীদ আবু সাঈদ
শহীদ আবু সাঈদ
মো. রুহুল আমিন
বিপ্লবী ওই বীরের বেশে
আবু সাঈদ এলো,
ফ্যাসিবাদের কবল হতে
মুক্তি দিয়ে গেলো।
ফ্যাসিবাদের দানব গুলো
বন্দুক করে তাক,
বিজয় নিয়ে ফিরবো ঘরে
জীবন যাবে যাক!
নব্য যুবক আবু সাঈদ
পেতে দিলো বুক,
তাজা প্রাণের মরণ হলে
পেলো সবাই দুখ।
ফ্যাসিবাদের শোষণ থেকে
জাতি বাঁচতে চায়,
বদ্ধ কপাট খোলার সাহস
আবু সাঈদ পায়।
লক্ষ সাঈদ উঠলো জেগে
কেঁপে গেলো দেশ,
পাঁচ আগষ্টে ফ্যাসিবাদের
দোশর্ হলো শেষ।
আবু সাঈদ জীবন দিয়ে
খুলে দিলো দোর,
আঁধার চিরে উঠলো রবি
হলো নতুন ভোর।
আবু সাঈদ জয়ের নায়ক
প্রথম শহীদ বীর,
স্মৃতির পাতায় অম্লান রবে
থাকবে হয়ে চির।