শরতের কবিতা পাঠ
মহুয়া সাংস্কৃতিকি পরিষদ ও বাঙালি প্রকাশনের উদ্যোগে শরতের কবিতা পাঠ
এস এইচ শাকিল
শনিবার (১২ অক্টোবর) মহুয়া সাংস্কৃতিক পরিষদ ও বাঙালি প্রকাশন এর উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর সেমিনার কক্ষে শরতের কবিতা পাঠ অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, কবিতা মানুষের অন্তরকে প্রশান্ত করে, কবিতা আত্মার খোরাক। মানুষের বিবেক জাগ্রত করার অন্যতম অব্যর্থ অস্ত্র হচ্ছে কবিতা। একইসঙ্গে কবিতা সমাজকে আলোকিত করে এবং ভবিষ্যতের পথ দেখায়।
মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ড. হালিম দাদ খান, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক এডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির), বাংলাদেশ ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম খন্দকার, বিশ্ব সাহিত্য ভবন এর প্রকাশক মো. তোফাজ্জল হোসেন।
কবি জেসমিন বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে শরতের কবিতা পাঠ করেন কবি তৌহিদুল ইসলাম কনক, মো. জালাল উদ্দিন নলুয়া, লুৎফা জালাল, শিমুল পারভীন, চৌধুরী নূরুল হুদা, গুলে ফেরদৌস লতা, কবীর হুমায়ূন, লিটন সিদ্দিকী, আহমেদ জসিম, লায়ন হালিমা বেগম, মরিয়ম রহমান, লায়ন রফিকুল ইসলাম, লতিফুর বারী হামিম, সুলেখা আক্তার শান্তা, সাহানা সুলতানা, সৈয়দ শাকিল আহাদ, হারুন অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে ড. আবুল কালাম আজাদের লেখা ’প্রতিধ্বনি প্রতিক্ষণ’ বইটি উন্মোচন করা হয়।
শাশ্বত মনির বলেন, কবিতা সমাজ ও রাষ্ট্রের আলোকবর্তিকা হয়ে পথ দেখায়। কবিরা অনেক সময় কবিতায় ভবিষ্যৎ বলে দেন। সমাজের কল্যাণের বার্তা দেন, প্রেরণা দেন। তাই বলা যায় কবিতা চর্চা সমাজের জন্য বিশেষভাবে মঙ্গলজনক।
হামিদুল আলম সখা বলেন, কবিতা হলো ব্যক্তির মননশীলতার উৎকৃষ্টতম সৃষ্টি। কবিতা অন্তরকে পরিশুদ্ধ করে, ব্যক্তির সার্বজনীন বিকাশকে সুসংহত করে। তাই কাব্যিক অনুভূতিকে হৃদয়ে ধারণ ও কবিতা চর্চার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।