শত ক্লেশ সহে
শত ক্লেশ সহে
মো. ইসহাক মিয়া
শত ক্লেশে সহে আজি বড়ো বেশি ক্লান্ত,
শাসনে ভাষণে ঘিরে শির হৃদ স্তব্ধ।
মায়া মোহে ডুবে হিয়া হয়ে গিয়ে জব্দ,
সকল হারিয়ে বুঝি সব ছিল ভ্রান্ত।
গতি হারা নদী নেয় বহে চলি শান্ত,
নেই উত্তাল তরঙ্গ গর্জনের শব্দ।
সকল যাতনা সহি হয়ে বাকরুদ্ধ,
মরিবার সাধ গ্রাসি নিত্য থেকে জ্যান্ত।
অদ্রি নেয় চাপি ক্লেশ হৃদয় গভীরে,
ঝরে ঝর্ণা বারি সদা আঁখি পাত ঘিরে।
ভূলোক ভুলাই হাসি চিরসুখী মতো,
বুঝিলনা কেহ তাই বুকে ব্যথা কতো।
কিছু মিথ্যা স্বপ্ন আশা বাসা বাঁধে বুকে,
হঠাৎ পাল্টায় ভাগ্য যদি কারো ফুঁকে!
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা সহিত অজস্র ধন্যবাদ ও শুভকামনা আপনার প্রতি
ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি