রূপের বড়াই
রূপের বড়াই
আমান উদ্দিন
কারো জীবনে রূপের বড়াই
থাকে না বেশীদিন,
বার্ধক্য এসে করে দেয় তাহা
পুরো বিলীন।
রূপ যৌবন নিয়ে করতে নেই
অহঙ্কার গৌরব,
কারো অঙ্গে থাকেনা চিরস্থায়ী
চেহারার সৌরভ।
কণ্ঠস্বরে আটকে যায় মুখের
উচ্চারণের কথা,
সমস্ত শরীরে আসে অবসাদ
যন্ত্রনায় দেয় ব্যথা।
কথাবার্তা অসহ্য লাগে খাদ্য
খেতে হয় না রুচি,
মাথা ঠিকমত কাজ করে না
লুপ্ত হয় মতি।
প্রাণবন্ত জীবন ধারায় লাগে
অস্বস্তি অশান্তি,
অন্যের সাহায্যে চলতে হয়
দেহে আসে ক্লান্তি।
সুন্দর পৃথিবীটাকে মনে হয়
কয়েদির জেলখানা,
যত থাকুক নিজ অট্টালিকা
বিলাসিতার বালাখানা।
এভাবে চলতে থাকে মানুষের
জীবদ্দশার জীবন,
ক্ষণস্থায়ী জীবনকে সৎ রূপে
তাই করেন রূপায়ণ।