রূপবতী ফুলবালা
রূপবতী ফুলবালা
আমান উদ্দিন
রূপবতী ফুলবালা উড়নচণ্ডী
তার মন,
গাঁয়ের মেঠোপথে ঘুরে বেড়ায়
মুক্ত বিহঙ্গের মতন।
চিকন চাকন তার মুখের গড়ন
লম্বা মাথার কেশ,
রূপের বাহার কি আর বলবো
উপমার নাই শেষ।
ভরা যৌবনের অপরূপ মাধুর্যে
দেহ ঝলমল করে,
যে কেহ দেখলেই তাকে যাবে
প্রেমে পড়ে।
জাদুকরী বাচনভঙ্গি অমায়িক
চাল চলন,
অতি সহজে কেড়ে নিতে পারে
যে কারো হৃদয় মন।
মনোলোভা রূপ লাবণ্যে ভরা
মসৃণ গায়ের ত্বক,
আঁখি কাজল কালো দৃষ্টিনন্দন
অঙ্গুলির নক।
তার শরীরের অবয়ব যেন শিল্পীর
রংতুলিতে আঁকা ছবি,
স্রষ্টা কিছুই অপূর্ণ রাখেনি তাকে
দিয়েছে সবই।
সুমিষ্ট গলার স্বর দাঁতগুলো তার
মুক্তার মত নিখুঁত,
যৌবনের রূপসী ফুলবালা যেন
ভরা গাঙের স্রোত।
পল্লী গ্রামে জন্ম নেয়া সে অতি
সরলা অবলা,
এমন মেয়েকে কে না দিতে চায়
গলায় ফুলের মালা।