রাজ গোখরা
রাজ গোখরা
নাজিয়া আফরিন
তোমরা বড়ই ধুরন্ধর
তোমরা ভীষণই চতুর
চোরকে বলো চুরি কর।
এই জীবনের একলা পথে
কেউ রবেনা কারও সাথে
সামনে সামনে শুধুই তেল
পিছন ফিরেই মারছো ঢেল?
জনম – মরণ রং তামাশা
সুশ্রী মুখের কদর্যতা
ছোট্ট জীবন কীট পতঙ্গম
ধৈর্য্য ধৈর্য্য ধৈর্যঙ্গম।
এই পৃথিবীর রঙ্গমহল
বিষে বিষে সাপের ছোঁবল
হাসি, হাসি সর্বনাশী
কাকে তোমরা দিচ্ছো ফাঁকি?
ঐ আকাশের অপার সুরে
প্রতাপশালী দেখছে ধীরে
সবুর করো ভীষণ শোকে
কাঁদবে তোমরাও পাপে-দ্রোহে।