রক্তে ভেজা চিঠি
রক্তে ভেজা চিঠি
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
রক্তে ভেজা চিঠি পড়ে
মা গো কেঁদো না
মিছিলে গেলাম,
যদি আর ফিরে না আসি,
আমার রক্তে ভেজা
বুক পকেটের চিঠি খানি খুঁজে পেলে
তোমার আঁচলে বেঁধে রেখো,
তোমার চোখের নোনা জলের বন্যায় ভাসিও না।
একটি স্বাধীন বাংলা চাই মাগো, স্বাধীন বাংলাদেশ।
মাগো আমার দেহ খানি যদি খোঁজে না পাও
তবু মাগো তুমি কেঁদো না, যদি গোম করে,
আয়না ঘরে রেখে দেয় আমার জীবন্ত লাশ বছরের পর বছর,
যদি ফিরে না আসি, মা গো ও মা,মা,মা ও মা তুমি কেঁদো না,
ঐ স্বৈরাচারের দোসর ওরা যদি আমার লা’শটা পু’ড়িয়ে দেয়,
তবু মাগো তুমি কেঁদো না।
পৃথিবীর সব মানুষ যদি কাঁদে,
সব প্রাণী যদি কাঁদে তবুও মা তুমি কেঁদো না। আমার রক্তে ভেজা চিঠি পড়ে,
যদি ফেসবুকে আমার চিঠি পড়ে সবাই যদি কাঁদে,
কাঁদুক তবুও মাগো তুমি কেঁদো না।
আমি স্বাধীনতা ফিরিয়ে আনবো,
আমি ফিরি আর নাই বা ফিরে আসি,মাগো ও মা,মা,
মাগো আমার রক্তে ভেজা চিঠি পড়ে তুমি কেঁদো না।
আমি মুগ্ধ হয়ে সাঈদের মাঝে ফিরে আসবো
মাগো তোমার চোখের জল ছলছল
চিঠির উপর ফোটা ফোটা নোন
জল পড়ে ভিজে গেলো
মাগো দুহাই তোমার তুমি কেঁদো না
চোখ দুটো মেছে ফেলো।