যেকোনো একটা হও
যেকোনো একটা হও
মোহাম্মদ মনজুর আলম অনিক
ফজর সাঙ্গ করিয়া যেজন
ফিরিয়া আসিল ঘরে
সর্ব মঙ্গল লুটিয়া লইল
সেজন নিজের তরে।
আর যাহারা যামিনী যাপন
করিল নিদ্রাহীনে,
থার্টি-ফাস্ট করিয়া পালন
কিইবা আসিল হিতে।
মুসলমানের হইয়া ছেলে
কিইবা হইলো লাভ,
গর্ব ভরিয়া খ্রিস্টানদের
দেখাইয়া ভাবসাভ।
পালন করিলে থার্টি ফাস্ট
নামায পড়িবে ফের,
মুসলিম নাকি খ্রিস্টান তুমি
দুই খাতাতেই জের।
মসজিদ ঘরে নামাজ পড়ো
মাথায় দিয়া টুপি
মুসলিম হয়ে তাহলে কেন
মানো খৃষ্টান রীতি?
মুসলিম হলে মুসলিম হও
তা না হলে খ্রিস্টান
একই চিত্তে স্থান দাও
দুই পিরিতির টান?