যাপিত জীবন
যাপিত জীবন
ইউসুফ ইকবাল জুয়েল
মানুষ কাঁদে,অনবরত কাঁদে
ফুঁপিয়ে কাঁদে,গুমরে কাঁদে
সুখে কাঁদে,দুখে কাঁদে
অশ্রু সংবরণ করে কাঁদে,অশ্রু ঝরিয়ে কাঁদে।
নিরবে নিভৃতে কাঁদে, প্রকাশ্যে কাঁদে
তুচ্ছাতিতুচ্ছ, জিনিসের জন্য কাঁদে।
কান্নার নোনা জলে ভাসিয়ে দেয় দুখের নহর।
দিন শেষে অসহায় বোবা কান্না!!
সম্বল দুফোটা অশ্রু জল,
তবুও মানুষ বাঁচে,
বাঁচতে চায়,ইকটু হাসির প্রতিক্ষায়
প্রতিক্ষণ,প্রতিমুহূর্ত।।