ডিসেম্বর ২৩, ২০২৪

মেহেরবান তোমার চরণে প্রার্থনা

0

মেহেরবান তোমার চরণে প্রার্থনা

প্রবীর চক্রবর্তী

বাবুরাম সাপুড়ে কেমন আছেন ?
স্যার জী কেমন আছেন ?
ও স্যার জী আমাদের ভুলেই গেছেন ?
সাথে ছিল জয়া ও মল্লিকা !
কি বাবান শুনছো ?
বলে উঠলো মল্লিকা ,
একটা দুর্দান্ত লাইভ শো দেখে আমরা
হাঁটতে হাঁটতে সেদিন রাতে ধর্মতলায় ,
আমার জীবনের অনেক স্মৃতি বিজড়িত ধর্মতলায়
সেই পুরাতন ডাক কিছুটা চেনা চেনা ,
হয়তো বা আজ একটু বা অচেনা ,
ঝপাঝপ হুমড়ি খেয়ে পায়ের
উপর বেশ কয়েকটা প্রণাম !
আমি বেসামাল এখানেও কেন হটাৎ প্রণাম ?
স্যার জী মনে আছে ?
আমাদের কথা মনে আছে ?
আজও অবিকল সেই পুরোনো হাসি !
যা আমি অন্তর হতে বড্ডো ভালোবাসি ,
আমার দুত্তু বেটা ফুটপাথের মোতাল্লেফ !
স্যার জী দেখুন দেখুন আপনার
বড় আদরের সেই গৌরী বেটা !
আমার গৌরী বেটা !
মোতাল্লেফ দুত্তু বেটা !
তোরা আছিস একসাথে ?
স্যার জী আমাদের আজ সংসার একসাথে ?
কি অপরূপ সম্প্রীতি !
হিন্দু মুসলিম দুটো ছোট্ট ছোট্ট দেবশিশু
আজ বড় হয়ে ভালোবাসায় একসাথে !
ফুটপাথেই জন্ম আর সেই ফুটপাথেই ভালোবাসা
আর সেই ফুটপাথেই সংসার একসাথে !
যেন আজ ফুটপাথেই দেখছি
এক অপরূপ চাঁদের হাট
এক স্বর্গ বা জান্নাত !
আমার দুচোখে তখন জল ,
তোদের আজ কি দিয়ে আশীর্বাদ করি বল ?
গড /ঈশ্বর বা আল্লাহ আজ তোমার
একি অপরূপ করুণা !
ওদের উপর অটুট রেখো
তোমার অপার করুণা আশীর্বাদ ,
মেহেরবান ওদের ভালো রেখো !
আনন্দে রেখো ,সুখে দুঃখে সাথে সাথে থেকো ,
এক অনুগত ভক্তের আকুল প্রার্থনা ,
মেহেরবান এইটুকু তোমার চরণে প্রার্থনা |

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *