ডিসেম্বর ২৩, ২০২৪

মেঘের পালক

হারুন অর রশীদ

আঁধার ঠেলে জীবন, দ্রোহ আর প্রেমকে কাছাকাছি থেকে খুব নির্মোহ আবেগ নিয়ে প্রত্যক্ষ করেই নিরবে
প্রবেশ করলেন বাংলা কবিতার জগতে কবি কবি হারুন অর রশীদ।

কবি হারুন অর রশীদ যেন সারা গায়ে শরতের শিশির মেখে কবিতার পঙক্তি নিয়ে হেঁটে এসেছেন শিরভেজা শিউলি গন্ধে হ্যারিক্যান জ্বলা রাতে কবিতার মনন আসরে।

মেঘের পালক’ কবিতাগ্রন্থে কবি বোধের চেতনার স্ফুরণ পরিস্ফুটিত হয়েছে। সহজিয়া চারণ কবির কবিতার আস্বাদন খুঁজে পাওয়া যাবে তার এ কবিতাগ্রন্থে ।

কবির একেকটি কবিতার চিত্রে ফুটে উঠেছে আবহমান গ্রাম বাংলার চিরায়ত মুখচ্ছবি, যা দৃষ্টিনন্দন ও রেশমী পোশাকে সজ্জিত মসলিন পরিহিত বাঙ্গালিয়ানা । পরাবাস্তব ও জীবনকে নিয়ে তাঁর
একসাথে পরিভ্রমন।

তাঁর প্রতিটি রচনায় যে পট নির্বাচন করেছেন, তা আমাদের যাপিত জীবন যৌবনের নানামাত্রিক বৈষয়িক আবরণ, চিন্তার গতিধারা, লোকায়ত চিত্র, সহজিয়া ছন্দের নৃত্য, স্বাভাবিক শব্দের পরিমিত ব্যবহার, সাবলীল বর্ণনাকৌশল যখন তখন যে কোন সাধারণ পাঠককে আকৃষ্ট করে । আত্মানুসন্ধান আর প্রেম মনিষা, সমকালীন সময়ে ও দ্রোহের টান তাঁর কবিতাকে অসামান্য করেছে। কাব্যগ্রন্থে প্রেমকে
প্রথাগত ধারার বাইরে ভিন্ন দৃষ্টিকোণ থেকে অন্বেষণ করেছেন পরিমিত প্রজ্ঞায় । তাঁর দেখার চোখ আর নির্মাণ একটি স্রোতপাগল নদীর টলোমলো কুল। কবির কবিতায় আত্মবিশ্বাস তাঁর পারিপার্শ্বিক সমস্ত- প্রতিকুল অবস্থানকে অনায়াসে অতিক্রম করে।

সঁথি তোমার জন্যে /গ্রীষ্মের তপ্ত লু’হাওয়ার ’পরে ভাসতে পারতাম অনিমেষ’- তাঁর
কবিতায় এভাবেই বিধ্বস্ত-সময়কে নিয়ে আত্মপ্রত্যয়ী অভিলাষ ।
আকাশটা বৃষ্টি ভেজা ছিলো বলেই / মিলনের প্রথম লগ্নে সূর্যটাও হেসেছিলো দ্বীপ্তি ভরে’
এই লাইন দুটিতে দুরায়ত নীলকণ্ঠী ময়ূরের কলাপী শিহরণ টের পাওয়া যায়।
মঙ্গাপীড়িত কঙ্কালসার মানবদেহের মতো / ভালোবাসা আমার; অপুষ্টিতে জীর্ণশীর্ণ,
তাঁর কবিতার অভিযাত্রা ক্রমশই পূর্ণতার দিকে ।
জানতে ইচ্ছে করে কবিতা
কেমন আছে তোমার মাথার দীঘল কালো চুল / কেমন আছে তোমার খোঁপার রক্ত জবা ফুল”
নিগূঢ় আঁধার তাঁকে আক্রান্ত- করলেও সেটি সাময়িক।
যদিও এই কবিতাটি আমি আবৃত্তি করেছিলাম । ভীষণ রকম শ্রোতা সাড়া পাওয়া গেছে ।

লিলুয়া বাতাসে উদাসী লগন আবীরের রঙ মেখে / হৃদয়ের ব্যকুলতা, পায়না হৃদয় ছুঁতে /
অষ্ট প্রহর কাটে কষ্টরা যায় থেকে। এই কবিতায় কবির ঠোঁটের ভাঁজে অপলক দোলে প্রেমের বিয়াত্রিতে বকুল ।

পাঠক তাঁর কবিতা পাঠে হোচট খাবেন না এ কথা বলে দেয়া যায় নিঃসন্দেহে । তাঁর আরো আরো কবিতার জন্য পাঠককুল অপেক্ষা করবেই । প্রজ্ঞা ও জীবন-জিজ্ঞাসা নিয়ে বাংলা কবিতার জগতে এক উদীয়মান রবি কবি হারুন অর রশীদ । বাংলা ভাষার কবিদের মাঝে তিনি ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছেন ।
এ পথে তাঁর বিচরণ কয়েক দশক ধরে ।

💛 হৃদয় লোহানী / Hridoy Lohani
💎কবি, ছড়াকার ও বাচনশিল্পী

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *