ডিসেম্বর ২৩, ২০২৪

মেঘের দহলিজ

দোলন চাঁপা

আমি দেখে ফেলি সব

চারদিক শুনশান ভোরের নীরব

কিছুটা সূর্য উঁকি দ্যায় ঠিকই।

মেঘের আহ্লাদি সুখ

ঠিক তোমার মতো বাতাস বিমুখ

পাহাড়ের কানাঘুষা একি।

কার্তিকের রাত বিরামহীন

ছুটে চলা দুরন্ত মায়াবী হরিণ

অরণ্য ঘেরা সবুজে প্রেম।

হাসনাহেনা সারারাত গন্ধ ছড়ায়

জ্যোৎস্না কেবলি আঁধার সরায়

চাঁদ যেনো ঝলসানো হেম।

দূর গগনে আনমনে চেয়ে থাকি

ভালোবাসি বলে তোমাকেই ডাকি

আহা কার্তিকের রোদ।

নীল আকাশ মেঘের দহলিজ

মায়াবী প্রেম সোনালি বীজ

রোদের পারোদ।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *