মৃত্যু কতদূর
মৃত্যু কতদূর
নাজিয়া আফরিন
মৃত্যু কতদূর
পেরোচ্ছি বহুদূর
ওগো, মৃত্যু কতদূর
শান্ত নিরিবিলি
পাতারা ঝিরিঝিরি
দীঘি – নদ ঝিলিমিলি
তবু নীরব সায়র
মৃত্যু কতদূর
জমানো যত ব্যথার
যে জীবন মাকড়শার
বিষ মাখা মধুর
মৃত্যু কতদূর
মায়েরই জঠর
হৃদয়ের দাবানল
কবরেই শীতল
জীবনের জড়তা
মরনেই মুক্তি
যে জনম বিশুদ্ধ
শুদ্ধতার সৃষ্টি
মৃত্যু কতদূর
পলাশ আর হিজল
প্রশান্ত মহাসাগর
রক্তিম বেদনাবিধূর
মৃত্যু কতদূর
সীমানা সুদূর
পেরোচ্ছি বহুদূর
ওগো, মৃত্যু কতদূর