মুখোশের আড়ালে
মুখোশের আড়ালে
মুহা. রাহাত হাসান
কোন জগতে করতেছি বাস
মানসিকতায় হিংসার চাষ
কারো ভালো সয়না মনে
ধ্বংস যে চায় ক্ষণেক্ষণে।
ভালো মানুষ যাকেই দেখি
স্বার্থে আঘাত পড়লে একি
তার স্বার্থে বললে কথা
লাগেনা তার মনে ব্যথা।
মানুষ এখন মানুষ রে নয়
মানুষ রূপে বেশ অভিনয়
যেদিকে পায় ফন্দি সুযোগ
নিন্দা কাজেও হয় না যে বোধ।
মুখোশ পরা দিক্বিদিকে
নিজ সুবিধায় মগ্ন থাকে
বলবো কি আর এ-সব কথা
বলতে লাগে ভীষণ ব্যথা।