মায়ের পাঠশালায়
মায়ের পাঠশালায়
মো. সৈয়দুল ইসলাম
বলতে পারি মনের কথা
মনটা যতো চায়,
শিখতে পারি ইচ্ছে মতো
মায়ের পাঠশালায়।
আরবি বাংলা অংক ইংলিশ
শিখি মায়ের কাছে,
মায়ের কাছেই জ্ঞানের ভান্ডার
লুকায়িত আছে।
মায়ের আদর ভালোবাসায়
দিনটি কাটে ভালো,
যেদিক তাকাই সেদিকে পাই
শান্তি সুখের আলো।