মানুষ তুমি রহো পরিব্যপ্ত
মানুষ তুমি রহো পরিব্যপ্ত
শাহনাজ পারভীন মিতা
যেখানে প্রেম শুধু দুরন্ত পথচলা
তুমি আর আমি আর নীরবতার কথা বলা,
কখনও হাওয়া বয় , সময় চঞ্চল
খুঁজি ফিরি তোমায় আসমুদ্রহিমাচল।
দূর সমুদ্র দিয়ে যায় নিভৃতে হাতছানি
তারই মাঝে প্রেম ,মনে হয় তোমায় কত চিনি,
মুক্তোর বুকে কত ঝিনুকের হাহাকার
বেদনায় আর্তি, অসময়ের চিৎকার।
চেনা মুখ মুখ লুকায় দূর থেকে দুরে
কে তুমি আমায় ডাকো শিশিরের ভোরে,
কত শিউলি ছেয়ে থাকে সূর্যোদয় প্রান্তর
আমি খুঁজে চলি মানুষের গহীন অন্তর ।
চিনি চিনি তোমায় ঝিনুকের বুকে মুক্তো
পৃথিবীর বুকে মানুষ তুমি রহো পরিব্যপ্ত ।