ডিসেম্বর ২৩, ২০২৪

মানবিক সম্প্রীতি

0

মানবিক সম্প্রীতি

প্রবীর চক্রবর্তী

জমে আছে মনের কোণে
রাশি রাশি অজ্ঞানতার কালো ,
পাষণ্ড অর্থ পিশাচেরা
ছড়াচ্ছে মনে মনে সাম্প্রদায়িকতার বিষ ,
আরও আজ মনে মনে জমছে
অনেক অমানবিকতার কালো |
মানুষে মানুষে নাহি গো
আজ কেন মিলমিশ ?
এ ছড়ালো আজ ওরা কোন সর্বনাশা বিষ ,
হে ভগবান হে করুণাময় আল্লাহ ,
জাগ্রত করো বিবেক মোদের ঘোচাও মনের কালো ,
ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সাহিত্যের আলো ,
অজ্ঞানতার আঁধার কেটে
মনে মনে আবারো জ্বলুক
জ্ঞানের আলো |
মানবিকতার ধর্মে আবার
জগতের হোক ভালো |
ভাইয়ে ভাইয়ে ব্যাবধান ঘুচে ,
আবারো মোরা থাকি একে অপরের কাছে ,
থাকি মোরা ভাই ভাইয়ের বুকে ,
যেমনটা ছিলাম মোরা আগে ,
ছিলাম মোরা পরম সুখে ,
মিলেমিশে পরস্পরের বুকে |

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *