মানবাধিকার
মানবাধিকার
আমান উদ্দিন
মানবাধিকার রক্ষার শ্লোগান চলে
সারা বিশ্বজুড়ে,
বহুভাবে মানবাধিকার লঙ্ঘন হয়
দেখেন দুনিয়া ঘুরে।
সবলের অত্যাচারে কত নিপীড়িত
জগতে দুর্বল যারা,
ন্যায়বিচার পেয়ে ন্যায্য অধিকারে
অধিষ্ঠিত হয় কি তারা ?
মানবাধিকার দিবস পালন করলেই
নহে সমাধান,
মানবাধিকার সুরক্ষায় দিতে হবে
বিশ্বের সবে ধ্যান।
পৃথিবীর সব মানুষের বেঁচে থাকার
হোক সমঅধিকার,
নিপাত যাক যুদ্ধ বিদ্রোহ খুন খারাবি
জুলুম ব্যাভিচার।
মানবাধিকার প্রতিষ্ঠিত হোক নিখিল
সারা বিশ্বময়,
মানবজাতির মধ্যে মহানুভতা যেন
সদা জাগ্রত হয়।