মন কেমনের গান
মন কেমনের গান
ধনঞ্জয় ঘোষাল
কেউ হয়তো নির্মল হৃদয় নিয়ে
হঠাৎ চলে আসে,
অপরজনের দেহে মনে কি আছে
সে নিজেও কি জানে?
শুধু কামনার আগুনে ভাসে।
কেউ মিত্র হতে চায়–
শেষমেষ হয়ে ওঠেনা
তাই মিতালীর সমাপ্তি হয়ে যায়,
রঙ্গিন ভাবনা গুলো
ধুসর হয়ে হতে হতে
একদিন বিবর্ণ কাহিনী হয়ে
কোথায় যেন হারিয়ে যায়।
কামনার চাহিদায়–
হায় !
অভিমানে দূরে চলে যায়।
পুষে রাখে সীমাহীন আক্ষেপ।
অতঃপর, কাহিনীর পাণ্ডুলিপি
হলুদ হয়ে গেলে স্মৃতির সমুদ্রে
নোনা জলে দূউরে নিক্ষেপ।
কামনার ভারে হঠাৎ হারিয়ে যায়।