ডিসেম্বর ২৩, ২০২৪

ভুল ভালোবাসায় ফোটা এক ফুল!!

0

ভুল ভালোবাসায় ফোটা এক ফুল!!

তানিয়া রহমান শম্পা

জৈব রাসায়নিক বিক্রিয়ায় নির্গত এক মহাজাগতিক মনষ্ক্রিয়াই হচ্ছে ভালোবাসা।

রাসায়নিক উপাদান ও বিক্রিয়ার ধরন, বিক্রিয়া নির্গত ভালোবাসাও এক, ভিন্ন শুধু বিকার বা পাত্র।

ভালোবাসা মন থেকে নির্গত হয় আর যুক্তি কিংবা বুদ্ধি মস্তিষ্ক থেকে।

মস্তিষ্কের উপর আমাদের স্নায়ুদের আধিপত্য আছে কিন্তু মনের উপর কারো কোন, আধিপত্য নেই, না নিজের না অন্যের,না সমাজে না ধর্মের কিন্তু বুদ্ধি মাঝে মাঝে মনকে কন্ট্রোল করতে বলে মন যখন নিরুপায় তখন বুদ্ধির কাছে সপে দেয় নিজেকে যা করার কর যতই কষ্ট হোক মেনে নিবো।

কিন্তু শিল্পি, কবি সাহিত্যিক কথা বৈরাগী টাইপের মানুষ সব সময় মনকে বুদ্ধির হাতে ছেড়ে দিতে পারে না তখনই নিজেও হোঁচট খায় তার পরিবার পরিজন প্রিয়জন তারাও হোঁচট খায়।

শাওন আর হুমায়ূন আহমেদের প্রেমকে কেউই সহজ চোখে নেয় নি,এমনকি আমাদের মতো তুমুল ভক্তরাও আস্তে আস্তে তার কাছ থেকে মানসিকভাবে সরে আসে কারণ সে আর আগের মতো লিখতে পারছিলেন না তার নাটকগুলো আগের মত ছিল না তিনি সেই হোঁচটের বাইরে ছিলেন তা কিন্তু নয় এমনকি শাওনও জানত সে তার মনকে কন্ট্রোল করতে পারেনি।

এটাকে হয়তো ভুল ভালোবাসা বলা যেতে পারে, যে ভালোবাসায় ভালো ফলাফল আসে না, যে ভালোবাসে কেউ সহজভাবে মেনে নিতে পারে না, যে ভালোবাসায় জাত যায় সমাজ যায়, ধর্ম যায় সে ভালোবাসাকে কেউ সুন্দর ভাবে দেখেনা।

কিন্তু আমরা যদি শাওনের কথা চিন্তা করি ওই বয়সে অতটুক একটা মেয়ে তার সামনে যদি হিমালয় ধ্বসে পড়ে বলে আমি তোমার পায়ে লুটিয়ে পড়লাম কিংবা সমুদ্রে এসে বলে তুমি আমার চেয়ে বিশাল,ফেররা কি যায়? সৃষ্টিশীল মানুষদের প্রেরণা লাগে, একটা বিস্ময় লাগে সেই জায়গা থেকে হয়তো শাওনকে ভালো লেগেছিলো কিংবা বেছে নিয়েছিলো,

শাওনকে কখনো ভালো লাগে নি মনে হতো ও কেন এটা করলো কেন অপরের ঘর ভাংলো কেন নৈতিকতা হারালো, হয়তো ভালবাসা এতটাই তীব্র ছিলো নিজের হাতে কন্ট্রোলটা ছিলো না কিছু। এটাকেই হয়তো ভুল ভালোবাসা বলি আমরা কিন্তু শাওনের এই পুত্রটার কথা মুগ্ধ হয়ে শুনি আমি, একদম মনে হয় কিশোর হুমায়ুন আহমেদ কথা বলছে,ওকে দেখলে বুকের মধ্যে হুহু করে কি ভিষণ কষ্ট আর হাহাকার নিয়ে বেড় উঠা এক শিশু, কি করে গুছিয়ে নিলো এতটা কি করে এত কিছু জানি ছোট্ট ছেলেটা? জিন বুঝি মানুষকে এভাবেই সমৃদ্ধ করে?

ভালোবাসা মহাজাগতিক এক বিষয় এটা হর হামেশায় হওয়া কিছু না,প্রেম আপনি ডজন ডজন করতে পারবেন কিন্তু ভালো সবাইকে বাসতে পারবেন না, সবাই আপনাকে ভালোবাসবে না। মহা বিশ্ব কিছুই পরিকল্পনার বাইরে করে না তাই কোন ভালোবাসাকেই ভুল ভাবলেও ঘৃণা করতে নেই কারন সৃষ্টি জগৎ সৃষ্টির মূলে যা তার নাম পরিকল্পনা আর ভালোবাসা তারই অংশ।

হোক তা এক পক্ষের কিংবা ভুল পক্ষের।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *