ভালোবাসায় কোনো অভিযোগ রাখতে নেই
ভালোবাসায় কোনো অভিযোগ রাখতে নেই
সানজিদা বিনা
আমি বুঝে গেছি,,,
তোমার কাঁধে রাখার জন্য নয় ।
আমি বারবার!!
আমার অনুভূতিগুলো,,
তোমার কাছে,, প্রকাশ করতে গিয়ে!!
তোমার তীক্ষ্ণ , কথার আঘাতে!!
ফেরত এসেছি।
আমি ব্যর্থ হয়েছি,,, কতশত বার।
আমার অনুভূতিগুলো ,,,
প্রকাশ করতে করতে!!
অবশেষে এবারে ধৈর্য হারিয়েছি।
আমার সমস্ত আক্ষেপ মুছে গেছে।
বড় ক্লান্ত পায়ে ফিরে আসতে,,,
বাধ্য হয়েছি,, অবশেষে,,
আমার নীড়ে!!
অবশেষে শুধু এতোটুকু ,,,
বলতে চাই।
বড্ড ভালোবেসে ছিলাম!!
আমি তোমায়।
আজও অনেক ভালোবাসি।
তবে এটা আমার ,,, একার, ভালোবাসা!!
ভালোবাসায়,,
কোন অভিযোগ রাখতে নেই।