ভালোবাসা
ভালোবাসা
আমান উদ্দিন
ভালোবাসা শব্দের প্রকৃত মূল,
এক মুকুলে অভিন্ন দুটি ফুল।
ভালোবাসতে লাগে না ফুল,
পরস্পর বিশ্বাস হলো বদ্ধমূল।
ভালোবাসা দুটি দেহে একটি মন,
লাগে শুধু সত্যিকার করতে পণ।
ভালোবাসায় লাগেনা লাল গোলাপ,
ছলনার ভালোবাসা করায় পাপ।
ভালোবাসতে লাগে কলুষমুক্ত মন,
লাগেনা তাতে মোটেও পার্থিব ধন।
ভালোবাসায় করলে সদা খুনসুটি,
মনোমালিন্য হয়ে ভেঙ্গে দেয় জুটি।
ভালোবাসায় থাকলে কোন স্বার্থ,
তাতে প্রেমের সম্পর্ক করে ব্যর্থ।
ভালোবাসার চক্ষু থাকে সদা অন্ধ,
দেখে না কোন প্রকার ভালোমন্দ।
ভালোবাসায় নেই ধর্ম জাত বংশ,
যাহা সম্পর্ক করে দেয় পূর্ণ ধ্বংস।
ভালোবাসায় নারী পুরুষ লাগেনা,
এই কথাটা দরকার সবার জানা।
ভালোবাসায় সুন্দর অসুন্দর নাই,
প্রকৃত ভালোবাসায় দেখা যায় তাই।
অসম ভালোবাসার বয়স সীমা নাই,
পৃথিবীতে বহু প্রমাণ দেখতে পাই।
ভালোবাসা খোদার অমূল্য দান,
এতে মান-অভিমান বেমানান।