বৈশাখ এসেছে

বৈশাখ এসেছে
মো. মনির সরদার
আমি জল জোৎস্নায়
প্রেম করেছি
বন্ধু তোমারই সনে,
আধার রূপে বৈশাখ এলো
মন প্লাবনের ঝড়ে।
রোদে আমার
শরীর পোড়ে
দু-চোখ জুড়ে ঘুম ,
বন্ধু তোমার সনে
বাঁধিলাম তাপমাত্রার ঘর।
দিন শেষে আসবে
কালবৈশাখী ঝড়,
জোৎস্নায় ছলে বেঁধেছি
আমি অনুভূতির জলে।
বাতাসটা ছুঁয়ে যায়
আমার মন শরীর,
বন্ধু তোমার গল্প
শুনি জল জোৎস্নার নৌকায়।
প্রেমের মাটি চায় যে পানি
খরায় করে হাহাকার,
তুমি বন্ধু বোঝো না
ভালোবাসার বাহানা।
জলের জোৎস্নায়
চাঁদের হাসি করে ছলছল,
তোমার চুলের খোঁপায়
আমার অনুবাদের নয়া ফুল।
বৈশাখ এসেছে শাড়ির
আঁচল উড়ে বাতাসে,
নয়া নারীর প্রেম লাবণে
রঙিন এই বিকেল সাজে।