বুক পকেটের ভালোবাসা
বুক পকেটের ভালোবাসা
ফারহানা সাথী
শার্টের বুক পকেটে সামান্য কিছু টাকা।
মানিব্যাগ রাখার বয়স হয়নি।
বুকে অসম্ভব তীব্র ভালোবাসা, অফুরন্ত আবেগ।
একটা রোদ্রজ্জ্বল দিনের কথা।
হাস্যজ্জ্বল তোমার কথা।
লাল টুকটুকে গোলাপের কথা ।
পৌঁছতে দেরি হলে
বিমর্ষ সাদা গোলাপের কথা।
খোলা আকাশের নিচে একসাথে হাঁটার কথা।
আলতো করে হাতের স্পর্শ।
হুড তোলা রিক্সায় এক সাথে বসার কথা ।
মুখ লুকানো ওড়নার ভাজে
কেউ যাতে না দেখে।
লুকিয়ে লুকিয়ে দূর আলাপনে দুজনার ফিসফাস কথা।
কেউ যাতে না শোনে।
উঠতি বয়স,চঞ্চলতা।
দুজনার চোখে দুজনকে দেখার আকুলতা।
না শোনে বারণ বেহিসাবি দুটি মন।
অপরিপক্ক আশা
বুক পকেটের ভালোবাসা।