অক্টোবর ২৮, ২০২৪

বীরের ভূমি
মোহাম্মদ জামিদুল ইসলাম বাস্তবতার কবি

তরুণ সমাজ জেগেছে আজ
নতুন দিগন্ত হয়ে ।
মরণ বরণ যন্ত্রণা কে তারা
নিয়েছে বুক পেতে ।

বীর বাঙ্গালী আজও আছে
থাকবে চিরকাল ।
স্বাধীন দেশের স্বাধীনতা কভু
হবে না অপমান ।

বুকের ভীতর ছিল তাদের
অন্যায়ের তীব্র ঝড় ।
তাই তো তারা রাজ পথে আজ
হয়েছে সোচ্চার ।

বীরের বেশে চলছে তারা
অধিকার আদায়ে ।
মরণ বরণ যন্ত্রণা কে তারা
নিয়েছে খুব সহজে মেনে ।

বিদ্রোহে নেমেছে আজ তারা
নতুন দিগন্ত হয়ে ।
এ যেন এক বীর বাঙ্গালী
গর্বিত মায়ের কোলে ।

গর্বিত আমি আজ ,তরুণ
ছাত্র সমাজ দেখে ।
বীর বাঙ্গালী আজও আছে
বাংলার জমিনে ।

ইতিহাস আজও চিৎকার
করে করে বলে ।
বাঙালি কখনোই হয়নি
পিছপা কোনকালে ।

এই বাংলা বীরের ভূমি
জানি সর্ব লোকে ।
মৃত্যু ভয় করেনি বাঙালি
ইতিহাস বলে গেছে ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *