ডিসেম্বর ২৩, ২০২৪

মৌসুমী খাতুন

আমি লাল রঙ ভালোবাসি বলে তুমি বসন্ত সাজে এলে,

দক্ষিনা বাতাস হয়ে বন্ধ জানালা খুলে দিলে,

মন হেসে উঠলো ফুলের গন্ধ পেয়ে,

শরীর দুলে উঠলো মৃদু বাতাসে,

দুপুরের উদাসী মনকে শান্ত করলে কোকিলের গানে,

ভোরের শিশিরে শিহরণ দিলে আমার কপাল ছুঁয়ে,

প্রেমের পরশে লাল পলাশে আবির রাঙালে দু গাল ভরে,

নিজেকে সঁপে দিলাম তোমায় লেবুর গন্ধে বিভোর হয়ে,

এত প্রেম সোহাগে ভুলে গেছিলাম তুমি যে বসন্ত রুপী গ্রীষ্ম,

ফাগুনে আগুন লাগিয়ে শিমুল পলাশে সাজিয়ে,

নব বধূ রূপে বলী নিলে বিরহ কুপে,

চৈত্রে বুক ফেটে যায় পিপাসায়,

আমি আহাজারি করতে লাগলাম গলা ভেজানোর,

তুমি চরম তাপে হাত ছাড়িয়ে নিয়ে চাতক কে দেখালে আকাশে ইশারায়,

কান্নায় চোখ ভেজেনা , তখন শুকিয়ে মরুভূমি চোখের নদী,

নিরাশায় চাপা পড়ে গেলাম ঝরা পাতায়,

হঠাৎ কাল বৈশাখীর তাণ্ডব রূপে জাগিয়ে দিলে,

চোখ খুলতেই অন্ধকার কালো মেঘে ,

এক ফোঁটা বৃষ্টি হয়ে ঠোঁট ভেজালে,

আমি হা করে মুখ খুলে রইলাম বাঁচার আশায়,

কিন্তু তুমি আবারও ঠকিয়ে ফিরে গেলে ধুলোয় লুটোপুটি করিয়ে,

মনে করাতে এসেছিলে তুমি, এখনো রয়েছ কষ্টে পোড়াতে বিরহ ফাগুনে,

আমি শিমুল পলাশের স্মৃতি চারণ করতে করতে চোখ বন্ধ করে নিলাম চিরতরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *