বিবিধ অসঙ্গতি

বিবিধ অসঙ্গতি
আমান উদ্দিন
পৃথিবীটা দিনে দিনে হচ্ছে কত সুন্দর
সুনিপুণ ডিজিটাল,
মানবজাতি নিজ স্বার্থের তরে এখনো
রয়েছে বেসামাল।
বর্তমানে নভোচারীরা রকেটে যাচ্ছে
চাঁদের দেশে,
পুকুর চুরি করছে সৃষ্টির সেরা মানুষ
সাধু সন্ন্যাসীর বেশে।
আধুনিক প্রযুক্তি ব্যবহারে মুহূর্তে মিলে
দুনিয়ার খবর,
আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষই সবচেয়ে
বড় স্বার্থপর।
বিজ্ঞানের আবিষ্কার নিঃসন্দেহে পৃথিবী
করেছে জয়,
প্রযুক্তি দিয়ে সৃষ্টিজগৎ চিরঞ্জীবী করা
কভু সম্ভব নয়।
জ্ঞান বিজ্ঞানের চর্চায় নিত্য নতুন করা
যায় আবিষ্কার,
খোদার সৃষ্টির দিকে তাকালে হতে হয়
পুরো নির্বিকার।
কত নির্ভুল আর সুন্দরভাবে সৃষ্টিকর্তা
সৃজন করেছে ভুবন,
যে দিকে দৃষ্টি পড়ে অনিন্দ্য সৌন্দর্যে
ভরে যায় মন।
বিবিধ অসঙ্গতি চলছে ধরায় হিসাব
মেলানো বিষম দায়,
যার সঠিক পরিসংখ্যান জানেন শুধু
জগত স্রষ্টা বিধাতায়।