বিনিময়
বিনিময়
ফারহানা সাথী
আমি তোমায় দিয়েছি কথা বলার প্রাণ।
তুমি আমায় করেছো নিস্তব্ধ।
আমি তোমায় রেখেছি স্বপ্নময়।
তুমি আমায় করেছো নিদ্রাহীন।
আমি তোমায় রাঙিয়েছি রংধনুর সাত রঙে।
তুমি আমায় করেছো বর্ণহীন।
আমি তোমায় করেছি মানুষের কাছে বরণীয়।
তুমি আমায় করেছো একাকী।
তুমি করছো সূর্যস্নান।
আমায় রেখেছো আধারে।
তোমায় আমি চলতে শেখালাম।
তুমি আমায় করলে নির্বল।
তোমার পথে ফুল বিছালাম।
আমার পথে ছড়ানো কাঁটা।
উৎসুক ভিড়ের মাঝে তুমি পরিচিত।
আমি গন্তব্য হারানো এক পথিক।
তোমায় রাখি আমি বসন্ত বায়।
আমায় দিলে ঝড়ের আভা।
আমি ব্যস্ত মেটাতে তোমার পিপাসা।
তুমি আমায় করলে তৃষ্ণার্ত।
সবুজ বৃক্ষে সুশোভিত তুমি।
আমি রূপায়িত মরু ক্যাকটাসে।
আমি তোমায় যুগিয়েছি সাহস।
তুমি আমায় আখ্যা দাও নির্বোধ।
আজ সবই আছে তোমার কাছে।
শুধু তুমি নেই আমার কাছে।