বিজয় দিবস
বিজয় দিবস
আমান উদ্দিন
১৯৭১ সালে এক সাগর রক্তে ১৬ই ডিসেম্বর
বিজয় হলো যে দেশ,
বিশ্বের মানচিত্রে বাঙালিদের প্রিয় মাতৃভূমি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
লুঠেরা পাক-বাহিনীকে বিতাড়িত করতে
বাঙালিরা বসে থাকেনি ঘরে,
অকুতোভয়ে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধে পিশাচ
হানাদারের সঙ্গে লড়ে।
আধুনিক বোমা সমরাস্ত্রের ভয় করেননি
বীর বাঙালিগণ,
যে যাহা পেয়েছে হাতে তুলে লড়াই করেছে
রণাঙ্গনে মরণপণ।
বীরত্বের সহিত সংগ্রাম করে ছিনিয়ে এনেছে
চূড়ান্ত বিজয়,
সম্মুখ ও গেরিলা যুদ্ধে পাক-সেনারা হেরে
মেনেছে পরাজয়।
বর্বর পাক-হায়েনারা নাকে খত দিয়ে করে
গেছে আত্মসমর্পণ,
মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে
রক্ষা করেছে পণ।
মা-বোনের ইজ্জত আর লাখো শহীদের রক্তে
অর্জিত হয় বিজয়,
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশিদের
গৌরবের বিস্ময়।