বিজয়
বিজয়
মো. সৈয়দুল ইসলাম
বিজয় মানে মায়ের হাসি
একটি রোদেলা সকাল,
বিজয় মানে জ্বলে ওঠা
নব চেতনার মশাল।
বিজয় মানে স্বাধীনভাবে
মনের কথা বলা,
বিজয় মানে শির উঁচিয়ে
সীমাহীন পথ চলা।
বিজয় মানে শিশুর হাতে
লাল সবুজের নিশান,
বিজয় মানে বাবার মুখে
অশ্রু ঝরা গান।
বিজয় মানে লাখো কণ্ঠে
বিদ্রোহের কবিতা গীতি,
বিজয় মানে শহীদ মিনারে
বীর সেনাদের স্মৃতি।