এপ্রিল ২০, ২০২৫

বিচারের রায়

অরবিন্দ সরকার

সাক্ষী ওলোট পালোট, অর্থ বিনিময়ে,
সত্যি বস্তু মিথ্যা হয়,ক্ষমতার বলে,
দামী উকিল নিয়োগে, ভেসে যায় জলে,
পায়না বিচার দীনে,অল্প মূল্য ক্ষয়ে।

হাইকোর্টের বিচারে, উপযুক্ত রায়ে,
আসামীর ফাঁসি হয়,বিচার কৌশলে,
রায় বিরুদ্ধে সুপ্রিমে, নিষেধাজ্ঞা চলে,
বেকসুর মুক্তি মেলে,খালাস শ্রী ন্যায়ে!

চোর জোচ্চুরি বিচার, আগাম সত্বর,
ধর্ষন মহার্ঘ ভাতা, দিন বদলায়,
চাকুরী বিক্রির কেস, চলে বর্ষ ভ’র,
বিচারক শাসকেরা, সব টাকা খায়।

চোরেদের মুক্তি মেলে,উচ্ছিষ্টের বেলে।
প্রতিবাদী মুখ যাঁরা,বন্দী থাকে জেলে।

এপ্রিল ২০, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *