বাদল দিনে
বাদল দিনে
অঞ্জন মন্ডল
আসলো ঝেঁপে বাদল ধারা পাগল পারা উতল ধরা,
উধাও হল রবির ছটা মেঘের ঘটা আকাশ ভরা৷
সবুজ বনে মাতন জাগে, কাঁপন লাগে বাঁশের ঝাড়ে;
দোলন চাঁপা বলছে কথা নুইয়ে মাথা বেলির ঘাড়ে৷
ভিজছে পাখী গাছের শাখে পাতার ফাঁকে চুপটি করে,
ফিরছে কেহ ফড়িং ধরে ছানার তরে মুখটি ভরে৷
উঠল গেয়ে ডোবার কোলা দরাজ গলা বিকট জোরে,
চেলার দলে গুরুর গানে দোহার টানে পরাণ ভরে৷
টেংরা-টাকি পুকুর হতে জলের সোঁতে উঠল পারে,
হাঁসের পালে উঠল মেতে শামুক খেতে নালার ধারে৷
পথিক জনা চলছে কেহ আগলে দেহ মাথায় ছাতা,
ফিরছে বধু কলসি ভরে মাথায় ধরে কলার পাতা৷
ছাগলগুলো দীঘির পাড়ে গাছের আড়ে কাঁপছে শীতে,
দেখছে দূরে পথের বাঁকে কখন কাকে আসছে নিতে৷
জুটছে গোঠে গরুর পালে জমির আলে চারণ ভুলে৷
বাছুড়গুলো মায়ের কাছে সোহাগ যাচে মুখটি তুলে৷
রাখাল ছেলে দামাল যত খেলায় রত আপন ভোলা,
ধরছে কেহ ডাহুক ছানা গামছাখানা আধেক খোলা৷
জমল ধারা চাষের ক্ষেতে উঠল মেতে চাষার দলে,
হালের গরু খালের পাড়ে লাঙল ঘাড়ে আনতে চলে৷