ডিসেম্বর ২৩, ২০২৪

বাড়ি ফিরি চলো

আইয়ুব আকন্দ বিদ্যুৎ

বদ সময়ের আস্তিনে ঝুলে থাকে কেউ

লা জবাব পুবালী বাও সুর সুর করে ছুঁয়ে

যায়; মেঘহীন আকাশ জ্বলে রুদ্দুরে খা খা

যতই তুমি ব্যাড়িকেড দাও যোগফল শূন্যই

একটা তুমুল ঝড়ে উল্টো পাল্টো স্রোত

আমাজন বন পোয়াতির মত ফুলে ওঠে

গানের পরে যে গান তার মর্ম বুঝোনি

হিসেব কসে দেখি অর্থ নয় সংঘ চাই সংঘ

আমাকে আপাতত নামতা শেখাতে পারো

সদ্য -লব্ধ নতুন নিয়মের নামতা,জপমালা

যোগের, বিয়োগের, গুণের, ভাগের নামতা

এবং আমি আগে থেকে নামতাও জানি।

একটা আলাদা গন্ধের স্বদেশি বাতাস নেই

একদিন ফিরে আসবে সেই নরোম শুভ্র স্বাদ

মেশানো তিল তিল ফোঁটা ফোঁটা টিপটপও

একদিন সময় তোদের তাবেদার বাতাস হবে।

বাঁকানো আঙুলে গেঁথে তুলে নেবে সময়

তাহাদের ঘরানার দিকে চুঁইয়ে বা গড়িয়ে

তোমার কপালে এসে পড়বে এক্কা দুক্কা

প্রেম ; সময়ের ভেতরে থাকে রবীন্দ্রনাথ।

সময়ের ইতিহাস অথবা ইতিহাসের সময়

কাট ছাট করে বাড়ি ঘরে চলো।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *