বই পরিচিতি: বিষাক্ত মায়া
কাব্যগ্রন্থ: বিষাক্ত মায়া
কবি: জান্নাতুল মেহেকা মুন্নী
আচ্ছা তোমারে আমি পাইয়া গেলে কি কোন ক্ষতি হইতো?
তোমারে পাইলে কি কোন দাংগা বাঁধতো?
অভাবী কৃষকের হালের দুইটা গরু মারা যায় তো?
নাহ তো।
তাইলে আমি তোমারে পাইলাম না ক্যান?
ষোড়শী মেয়ে যেমন ভুল করে প্রেমে পড়ে।
অবুঝ শিশু যেমন না বুঝে মৃত মায়ের দুধ পান করে।
তুমি এমন ভুল কইরা, না বুইঝা আইতা আমার জীবনে।
ক্যান আইলা না?
রাস্তার পাশে পড়ে থাকা শিশু যেমন,
না চাইতেও দুনিয়ায় চইলা আসে।
এমন ভাবেও যদি তুমি আয়তা আমার জীবনে,
আমার একটা ঘর হইতো,
এলোমেলো জীবনের একটা গতি হইতো,
কিন্তু তুমি আইলা না, তোমারে আমি পাইলাম না।
কবিতাংশ: তোমারে পাইলে কী কোন ক্ষতি হইতো
লেখিকা : জান্নাতুল মেহেকা মুন্নী
প্রচ্ছদ এস.এম তাছনিমিম
প্রকাশনী : নবসাহিত্য প্রকাশনী
মুদ্রিত মূল্য : ২২০ টাকা
অফার মূল্য : ১৮০ টাকা
কুরিয়ার চার্জ : ৫০ টাকা
বইটি সংগ্রহ করতে চাইলে এখনই জান্নাতুল মেহেকা মুন্নী আইডিতে নক করুন।