ফেইসবুক প্রেম
ফেইসবুক প্রেম
শামীমা খালিদ শাম্মী
ফেইসবুক কি প্রেমের মেলা
নাকি প্রেম প্রেম শুধুই খেলা,
ফ্রেন্ড হয়েই মেসেঞ্জারে দাও হানা
প্রেমিক হওয়ার তাল বাহানা।
প্রথমে দাও শুভেচ্ছা বার্তা
তারপর ভালোলাগা ভালোবাসা চর্চা,
তাতেও না হলে পুরণ অভিসন্ধি
কমেন্টস বক্সে আঁকো প্রেমে ফন্দি।
তোমাদের চোখে নারী মুগ্ধতা মাখে
লেখায় নয় হাসিতে আলোকিত রাখে,
নারীর মুখ দেখেই আবেগ মাখো
সস্তা নয় নারী, মনে রাখো।
পোস্টের মাঝে খোঁজ প্রেমের ভাষা
প্রতিটি শব্দ যেন মাধুর্যের ভাষা,
না চিনে না দেখেই ঢালো প্রেমের খনি
কখনো হাগ ইউ, করো ভালোবাসার বাণী।
ধুলোয় মিশিয়ে খাঁটি প্রেমের মান
তোমরা গেয়ে যাও সস্তা প্রেমের গান
সবাই আসেনা ফেইসবুকে সময় কাটাতে
কেউ আসে অনুভূতির প্রকাশ ঘটাতে।
কিছু প্রেমিকের জন্য সবার বদনাম হয়
সবাই তো নয়, কিছু নীচ মনের মানুষই রয়,
কেউ কি ভাবল তাতে তাদের কি আসে যায়
অহরহ মেসেজ দিলেই বেঁচে যায়।
এত বেশি প্রেম তাদের প্রেমের মহিমায়
প্রতি ক্ষণে ক্ষণে একবুক প্রেম জমে যায়,
নেই বয়সের সীমানা, প্রেম শিকারী
নারীদের মেসেঞ্জারে প্রেম ভিখারি।
একাকিত্বের শহরে তাদের প্রেমের মেলা বসে
আকাশ থেকে প্রেম যেন তারা হয়ে হাসে,
হাজার প্রেমিকা মেসেঞ্জারে খুঁজিয়া যায়
আমন্ত্রণ করে অসময়ের প্রেম বারান্দায়।
ব্যস্ত শহরে তাদের বিরহের শূন্যতা ভরায়
অন্যকে বিরক্ত করে তাদের ভদ্রতা ছড়ায়,
ফেইসবুকের ঝলমলে আলো সারা
ঝেঁকে বসে প্রেম, আনন্দ ধারা।
আপনাদের বলি শুনুন,
হৃদয় বীণার সপ্তসুর লেখার মাঝে সাজিয়ে
অবিরত চুঁইয়ে পড়ে প্রেম ভরিয়ে,
সৃষ্টি করুন নব প্রেম উপাখ্যান
মেয়েদের বিরক্ত করা ভুলে যান।