জানুয়ারি ১১, ২০২৫

ফিরে আসে না

আবু সাইদ কামাল

একটি বাগানের শুভ উদ্বোধন করে
খুব বেশি কালক্ষেপন করোনি;
সেই বাগানের মালি হয়ে
পরিচর্যা করে এলাম যুগের পর যুগ।
কত ফুল ফুটল, ফল এল
কত গেল ঝরে…
সেই যে গিয়েছ, আর আসনি কখনো ফিরে
তোমারই বা কী দোষ !
যেই প্রক্রিয়ায় নিয়েছ বিদায়
সেই ভাবে গেলে কেউ আর
ফিরেও আসে না।

জানুয়ারি ১১, ২০২৫

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *