ডিসেম্বর ২৩, ২০২৪

প্রেম নগর

পারভেজ শিশির

মাছের মত হিমেল দুটো কাজল চোখ
যখন কারো মন বাগানে ফুল ফোটায়,
কোথাও তখন বাঁশী বাজে এমনিতেই
উতল রাঁধা অভিসারের দিন গোনে…

কেন তারে চাঁদের বুকে দেখতে পাই
চাঁদ রূপসী চাঁদের মতই মোহন মুখ
জ্যোৎস্না হয়ে আসে এ ধুলির ধরায়
আপন মনে প্রেম বিলায়ে হয় উধাও

প্রাণে তাথৈ তাথৈ প্রেমের তাল ওঠে
নিখুঁত ছন্দে সঙ্গত করে একতারা,
এমন দিনে সকাল আসে ভোরবেলা
সমর্পণের অধীর আশায় রাত কাটে…

তাঁরে ছাড়া কিসের ঘর কী সংসার
দুই চোখে সে এমনি থাকে সারাক্ষণ
ফুলের মালা শুকায় রোজই প্রতীক্ষায়
চোখের শিশির পান করে যাই আকণ্ঠ…

যখন যেমন যেথায় খুশি মন ছোটে
প্রাণের ভেতর মহুয়া সুবাস উন্মাতাল
শুধু শুধু পথ হারাতে ইচ্ছে হয়,
অকারণে কারো জন্যে মন পোঁড়ে…

কারো জন্যে নিপীড়িত অবুঝ মন
সারাবেলা একই রকম দলছাড়া,
থেকে থেকে ঘুড়ির সূতোয় সুখ খুঁজে
আকাশপথে প্রিয়ার দেশে রওনা দেয়..

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *