ডিসেম্বর ২৩, ২০২৪

প্রেমকে পুঁজি করে

কাজী শামীমা রুবী

কষ্টের বহিঃপ্রকাশ অক্ষিতে জল

মেঘলা আকাশ আচ্ছাদিত ধূসর বর্ণে।

শ্রাবণের বারিধারা ঝরে অবিরত

সন্দেহের বীজ বুনে মনের গহীনে।

দ্বিধা দ্বন্দ্বের ডালপালায় গজায় কচিপাতা।

অবিশ্বাসের ইন্দ্রজাল সুদূর বিস্তৃত।

হৃদয়ে স্পন্দিত পাড়ে ভাঙ্গনের খেলা

নিমিষে একূল ওকূল দুকূল ভাসে।

বিধ্বস্ত হৃদয়ে অশান্ত প্রলয়ঙ্করী ঝড়

আঁছড়ে পড়ে চোখের কাজলে।

অবয়বে মাখানো করুণ আকুতি

কাছে পাওয়ার ভীষণ মিনতি।

রাগ অভিমান যবে অনুরাগের

আয়নায় হয় রুপান্তরিত

আয়নায় দেখা মিলে কেবলই প্রিয়জন।

কল্পিত ছোঁয়ায় শিহরিত করে তনুমন।

ভালোবেসে হৃদয় কর অর্পণ।

প্রশান্তির হিমেল হাওয়ায় দোলা দেয়

উদাসী মনের গহীনের অরণ্যে।

অতঃপর- প্রেমকে পুঁজি করে সাজাও

দুটি মনের মিলন চূড়ান্ত বেলায়।

পরস্পরের অনন্তকালের আকাঙ্খা

চাওয়া পাওয়াতে মিলেমিশে

সূচনা আগামী পথচলার সহযাত্রী।

গলায় পরিহিত বিনি সুতোর মালা।

পথচলা নতুনত্বের আলোকে

হৃদয়রঞ্জনে নতুন রুপে সুসজ্জিত।

নবযৌবনে উদ্দীপিত নবযৌবনা

মুক্তোঝরানো হাসিমুখে তার

খেলা করে গোধূলির স্বর্ণালি আলো।

এসেছো স্বপ্নের ঘোরে-

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *